অবৈধ সম্পদ অর্জনের মামলায় পালিয়ে বেড়াচ্ছেন ওসি প্রদীপের স্ত্রী চুমকি

0
8
OC Prodip KUmar Das

চার কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় আদালতে হাজির করতে কক্সবাজার থেকে চট্টগ্রাম কারাগারে নেয়া হয়েছে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসকে।

দুপুরে কড়া নিরাপত্তায় তাকে চট্টগ্রাম কারাগারে নেয়া হয়। চট্টগ্রামের জেল সুপার কামাল হোসেন জানান, ১৪ সেপ্টেম্বর দুদকের ওই মামলায় প্রদীপকে আদালতে হাজির করার কথা রয়েছে।

এই মামলার প্রধান আসামী প্রদীপের স্ত্রী চুমকি পলাতক আছেন। তিনি যাতে বিদেশে পালাতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশ সদরদপ্তরকে চিঠি দিয়েছে দুদক।

দুদকের আইনজীবী মাহমুদুল হক জানান, দুর্নীতির মামলায় প্রদীপকে গ্রেফতার দেখাতে ২৭ আগস্ট মহানগর সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতে আবেদন করা হয়। যার প্রেক্ষিতে ১৪ সেপ্টেম্বর শুনানির দিন ধার্য করেন আদালত।