এবারের ঈদুল-আযহায় রেকর্ড সংখ্যক দুর্ঘটনায় পড়েছে ব্যক্তিগত গাড়ি। করোনার কারণে গণপরিবহনের পরিবর্তনে ব্যক্তিগত গাড়ি মহাসড়কে বেশী চলাচল করায় এই অবস্থা হয়েছে বলে তথ্য উপস্থাপন করেছেন বাংলাদেশ যাত্রী কল্যান সমিতি।
গেল ২৬ জুলাই থেকে ৭ আগষ্ট পর্যন্ত মোট ১৩ দিনে সড়ক রেল ও নৌ পথে মোট ২৩৮টি দুর্ঘটনা হয়েছে আর এতে প্রাণ হারিয়েছেন ৩’শ ১৭ জন আর আহত ৩’শ ৭০ জন। প্রতি ঈদের আগের ও পরের সড়ক মহাসড়কে দুর্ঘটনার চিত্র তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যান সমিতি।
গেল ঈদুল-আযহায় ও মোট ২৩৮টি দুর্ঘটনার খবর জানায় এ সংঘটনটি।আরো জানানো হয় , যার মধ্যে শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা।শতাংশের হিসেবে ৩২.৫৮।
করোনার ফলে সড়কে যানবাহন চলাচল সীমিত থাকলেও কিভাবে ঘটল এতো দুর্ঘটনা তার ব্যাখা দিয়ে গিয়ে এই বিশেষজ্ঞ বলেন-যানবাহন নয়,পরিবহন ব্যবস্খাপনার ক্রুটিতে আটকানো যাচ্ছেনা দুর্ঘটনা ।অতি দুর্ঘটনার বিপজ্জনক স্থানগুলো এতদিনে ও কেন চিহ্নিত করা যায়নি এমন প্রশ্নও রাখেন এই পরিবহন বিশেষজ্ঞ।