স্বাস্থ্য সেবার নামে প্রতারণা করলে কাউকে ছাড় দেয়া হবে না- সারোয়ার আলম

0
7
সারোয়ার আলম

অনুমোদন ছাড়াই গাজীপুরে ৬ বছর ধরে চলছে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। র্যাবের ভ্রাম্যমাম আদালতের অভিযানে ধরা পড়ে বেশ কিছু অনিয়ম।

দুপুর থেকে শহরের আউটপাড়া এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযান চালায় স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত টাস্কফোর্স। এসময় হাসপাতালের ল্যাবে বিভিন্ন অসংগতি ধরা পড়ে। উদ্ধার করা হয় অপারেশন থিয়েটারে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ সার্জারি সরঞ্জাম।

হাসপাতালটির ল্যাব টেস্টেও মানা হয় নি মেডিকেল শর্ত। অভিযানটিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সহ র্যাব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্র্যাট সারোয়ার আলম জানান, সরকারের বেঁধে দেয়া সময় ২৩ আগস্টের মধ্যে কেউ যদি হাসপাতালের লাইসেন্স দেখাতে ব্যর্থ হন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক সব ধরণের নিয়ম না মানলে সেইসব হাসপাতাল বন্ধ করে দেয়া হবে। স্বাস্থ্য সেবার মানে কেউ কোনো ধরণের প্রতারণা করলে ছাড় দেয়া হবে না বলে হুশিয়ারি দেন তিনি।


আরো খবর : আবারো বাড়ছে চীন ভারত উত্তেজনা | সীমান্তে মুখোমুখি দুই দেশের সেনাবাহিনী


আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari