ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে একটি ছোট শিশুর কান্না শুনে থমকে যান নওগাঁ হুমায়ুন কবির। পরে পরিত্যক্ত একটি বাড়ির ঝোপঝাড়ে গিয়ে দেখতে পান নবজাতক এক শিশুকে। রাতভর কান্নায় অসুস্থ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় চেয়ারম্যান এর কাছে নিয়ে যান তিনি।
নওগাঁ মহাদেবপুর মাতাজিহাটে নবজাতক শিশু উদ্ধারের পর অনেকেই দত্তক নিতে ভীড় করছেন। একদিনে শিশুটি রাতভর বৃষ্টি আর কাদাপানিতে অনেকটা অসুস্থ হয়ে পড়ে। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে স্থানীয় একটি পরিবার দেখভাল করার দায়িত্ব নিয়েছে।
আইনি প্রক্রিয়ার মাধ্যমে শিশুটিকে যোগ্য পরিবারে প্রদান করতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ওই ইউনিয়নের চেয়ারম্যান।
বর্তমানে কন্যা শিশুটি সুস্থ রয়েছে। তার নাম রাখা হয়েছে ফাতেমা বুশরা।
আরো খবরঃ রোগে হিমশিম খাওয়া নরেন্দ্র মোদি কিমকে দিচ্ছেন করোনার ঔষধ!
আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari