লন্ডনে অবস্থিত ডাঃ অপূর্বের সম্পর্ক নিয়ে ছোট গল্প

0
7
{"source_sid":"4A12365A-6A61-4DA3-8D82-A17FCA3B0408_1595850759329","subsource":"done_button","uid":"4A12365A-6A61-4DA3-8D82-A17FCA3B0408_1595850759321","source":"other","origin":"gallery"}

লন্ডন প্রতিনিধি
সম্পর্ক একটি দ্বি-পাক্ষিক অবস্থা । দুটি পক্ষের দুটি ভালোলাগার একটি সহঅবস্থান । যদিও লোকে ভেবে নেয় সম্পর্ক মানে দুটি মনের একই কথা । এটি ভুল ।

এই ভুলের কারণে ভুল সমাধানে পথ বাড়ায় ।

সম্পর্ক আসলে দুটি পক্ষের অনুভূতির আস্থা, কিন্তু একই অনুভূতি নয় । সম্পর্ক কখনো এক পক্ষীয় হয় না । সম্পর্ক কখনো একক হয় না । সম্পর্কে কখনো দুজনে একই জিনিস অনুভব করে না । যদিও গল্প, উপন্যাস, ছবি কথায় লোকে এসব দাবি করে । বাস্তবতা ভিন্ন ।

মানুষ ভেবে নেয় – সে যেমন করে ভাবছে, যেমন করে দেখছে, যেমন করে অনুভব করছে, অপরপক্ষ ঠিক তেমনি ভাবছে, দেখছে কিংবা অনুভব করছে । আসলে তা কখনোই হয় না । দুটি মানুষ একই রূপের দুই পিঠ দেখে, ভিন্ন ভিন্ন দেখে, দুটি রং দেখে, দুইজনের দুই মানসিক অবস্থানের কাঁচ দিয়ে দেখে, একই ঘটনার দুটি গন্ধ দুই ভাবে দুজনের নাকে এসে লাগে ।

দুজনের অনুভব কখনো সমান হতে পারে না । হয় না । এমনকি দুজনে পজিটিভ ভাবলেও সেই পজিটিভেও তারতম্য থাকে । আবার একজন কিছুতে পজিটিভ ভাবলে আরেকজন সেটিতে নেগেটিভ ভাবতে পারে ।

সম্পর্কের ক্ষেত্রে নিজেদের ব্যাপারে অন্যের অভিমত বেশিরভাগ ক্ষেত্রে একটি কল্পনামাত্র । অন্যরা কি ভাবছে এটি শুধু ভাবনা, বাস্তবে এটি ভাবছে না।সম্পর্ক একদিকে একটি গল্প, আবার এই গল্পের আরো দুটো গল্প । গল্পের ভেতর থাকে গল্পের গল্প । দু’পক্ষের দুটি গল্প ।

পরিস্থিতিতে সম্পর্কের যাচাই হয় । পরিস্থিতি একটি সম্পর্কের দুটি মানুষকে পরিষ্কার করে । পরিস্থিতির প্রতিক্রিয়াতেই সম্পর্কের ভিত গড়ে উঠে । যদিও মনে মনে একটি কাল্পনিক ভিত তৈরি করে তাকেই মাপকাঠি ধরে লোকে । তারপর সেই কাঠিতেই পরিস্থিতিকে বিচার করে বসে ।

পরিস্থিতি সম্পর্ককে যেমন পরিবর্তন করে, তেমনি পরিবর্তিত সম্পর্ক পরিস্থিতিকে আরো পরিবর্তন করে ।সম্পর্কের ভুলগুলো হয় একটি একক অভিমতকে দুজনের ওপর চাপিয়ে দেওয়া থেকে । অথচ সম্পর্ক হল দুটি পক্ষের দুই অভিমতের মেনে নেয়ার সক্ষমতা । একক অভিমত থেকে জন্ম নেয় অভিমান । কিন্তু অভিমান প্রকাশ হয়ে গেলে তখন এটি এক পক্ষীয় না থেকে দুইপক্ষের প্রতিক্রিয়া হয়ে যায় ।

নেগেটিভিটি নেগেটিভ-এর জন্ম দেয় ।

সম্পর্ক হতে হয় একটি খোলা জানালা । বাতাস আসবে, বাতাস যাবে; ধুলো আসবে, আবার অপসারিত হবে । উদারতা, খোলামন, ক্ষমাশীল, সহানুভূতি, বাস্তবতাকে মেনে নেয়া, অপরপক্ষের পরিস্থিতিতে নিজেকে কল্পনা করে অপরকে বোঝার চেষ্টা করা, শুনতে গতানুগতিক হলেও এসব বৈশিষ্ট্য একটি সম্পর্ককে ধরে রাখে, উর্বর করে, এবং অনুভব দেয় ।

কল্পনা সম্পর্কের বাস্তবতা নয়, বাস্তবতাই সম্পর্কের বাস্তবতা ।
© Doctor Opurbo Chowdhury