ইবি’র ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা

0
3


ফাইল ছবি।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নির্যাতনের ঘটনায় বিশ্ববিদ্যালয় গঠিত তদন্ত কমিটি হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ইবি’র ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের কার্যালয়ে এ প্রতিবেদন জমা দেন তদন্ত কমিটির সদস্যরা।

গত ১১ ফেব্রুয়ারি দেশরত্ন শেখ হাসিনা হলে রাত সাড়ে ১১টা থেকে রাত প্রায় তিনটা পর্যন্ত শারীরিক নির্যাতন করা হয় নবীন ওই ছাত্রীকে। র‍্যাগিংয়ের নামে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার বিচার ও নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) প্রক্টর ও ছাত্র-উপদেষ্টা দপ্তর বরাবর লিখিত অভিযোগ দেন তিনি। বিষয়টি নিয়ে হল প্রশাসন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শাখা ছাত্রলীগ পৃথক তদন্ত কমিটি গঠন করে। পরে তা হাইকোর্ট পর্যন্ত গড়ায়। হাইকোর্টের নির্দেশে ক্যাম্পাস ছাড়েন অভিযুক্তরা। একই আদেশে গঠন করা হয় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। ওই কমিটির সামনে গত বুধবার ঘটনার বর্ণনা দেন নির্যাতিতা ছাত্রী।

আরও পড়ুন: ইবি ছাত্রীকে বিবস্ত্র করে নির্যাতন, তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় গঠিত দুই কমিটি

/এম ই