হাটের ঝক্কি এড়িয়ে শুধু অনলাইনে পশু কেনা নয়, এবার আপনি ঘরে বসেই কোরবানির পুরো প্রক্রিয়া শেষ করতে পারবেন। বর্তমানে বিশ্ব ব্যস্ততায় এমন সুবিধা নিয়ে এসেছে অনলাইন প্রতিষ্ঠান র্যাক।
স্বাস্থ্য বিধি মেনে হাটে গিয়ে গরু কেনা কষ্ট সাধ্য বিষয়। তারপর পছন্দের গরু নিয়ে বাড়ি ফেরার ঝক্কিতো আছেই। আগে অনলাইনে গরু কেনাবেচার সুবিধা থাকলে এবার কোরবানির সুবিধা রাখছে র্যাক নামের একটি প্রতিষ্ঠান।
খামারিরা যাতে সহজেই গরু বিক্রি করতে পারেন,আর কোরবানির দেয়ার সামর্থ্য আছে , তারা যেন ঝক্কি ছাড়াই সুযোগ পান -তাই এই উদ্যোগ বলেছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা ।
দেশ-বিদেশ থেকে অনলাইন পশু পছন্দ ,অর্ডার দেয়ার সুবিধা ছাড়া ও থাকছে ধর্মীয় বিধান মেনে পশু কোরবানির সুবিধা । রুহুল কুদ্দুস খান, ব্যবস্থাপনা পরিচালক, র্যাক।
এবারের ঈদে আপাদত রাজশাহী ও ঢাকায় এই সুবিধা পাওয়া যাবে। পশুর দামের সঙ্গে বাড়তি ১০ ভাগ টাকা দিলেই পাওয়া যাবে।কোরবানীর মাংস পাওয়া যাবে ঘরে বসেই।আগামীতে পুরো দেশেই এই সুবিধা চালুর কথা জানালেন, এই উদ্যোক্তা।