মাত্র ৩৩ বছর বয়সেই কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও ( Pathao ) এর সহ প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। নিজের সৃজনশীলতা দিয়ে নজর কেড়েছিলেন অনেকের। কিন্তু প্রতিহিংসার কাছে হার মানতে হলো প্রতিভাবান এই তরুণ উদ্যোক্তাকে।
ফাহিমের হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শুক্রবার সকালে তার সাবেক সহকারী টাইরেস ডেভন হাসপিল’কে গ্রেফতার করে নিউইয়র্ক পুলিশ।
এরপরই গোয়েন্দাদের বরাত দিয়ে একের পর এক তথ্য প্রকাশ করতে থাকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম। জানা গেছে ফাহিমের লাখ লাখ ডলার চুরি করেন হাসপিল। তবে অর্থচুরির বিষয়টি নজরে আসার পর প্রশাসনের কাছে অভিযোগ করেননি ফাহিম। বরং টাকা ফেরত দেয়ার জন্য হাসপিলকে প্রস্তাব দেন।
রহস্যময় এই হত্যার তদন্তের সঙ্গে জড়িত কর্মকর্তারা জানান সোমবারই ফাহিমকে হত্যা করা হয়। এর পর মরদেহ গায়েব করতে মঙ্গলবার আবারো তার অ্যাপার্টমেন্টে যান হত্যাকারী। সেদিন তার মরদেহ ইলেক্ট্রিক করাত দিয়ে কেটে টুকরো টুকরো করে একটি ব্যাগে ভরে এবং কিছু অংশ অ্যাপার্টমেন্টের কিছু স্থানে ছড়িয়ে রাখেন।
মঙ্গলবার বোনের ফোনকল পেয়ে নিউইয়র্কের নিজের অ্যাপার্টমেন্ট থেকে ফাহিমের মরদেহ উদ্ধার করে নিউইয়র্ক পুলিশ। ফাহিম নাইজেরিয়াতেও পাঠাও ( Pathao ) এর মতো রাইড শেয়ারিং অ্যাপ এর প্রতিষ্ঠাতা ছিলেন।
তথ্যসূত্রঃ Heavy
আরো পোস্টঃ সরকারী অর্থ ব্যয়ে সাশ্রয়ী হোন -প্রধানমন্ত্রী