বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ‘দপ্তর সেল’ গঠন করা হয়েছে। শুক্রবার (৪ জুলাই) সংগঠনটির সভাপতি রিফাত রশীদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেওয়া হয়েছে৷
নবগঠিত এই সেলের সম্পাদক হয়েছে শাহাদাত হোসেন। আগামী ৭ কার্যদিবসের মধ্যে দপ্তর সেল পূর্ণাঙ্গ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এনএস/এসএএইচ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।