আওয়ামী লীগের বর্তমান নেতৃত্বের অধিকাংশই মুক্তিযুদ্ধের সময় ছিলেন না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপির অধিকাংশ নেতাই মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত।
বৃহস্পতিবার (৪ মে) সকালে ডিআরইউতে সাবেক মন্ত্রী সুনীল গুপ্তের স্মরণসভায় এ মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, আওয়ামী লীগ আজকে স্বাধীনতা, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। কোনো মতেই স্বাধীনতা বিরোধীদের ক্ষমতায় থাকতে দেয়া যাবে না বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
তিনি বলেন, আওয়ামী লীগ বর্তমানে গণশত্রুতে পরিণত হয়েছে। অত্যন্ত অসুস্থ বিএনপি চেয়াপারসন খালেদা জিয়াকে নিয়েও ক্ষমতাসীনরা বিদ্রূপ করছে। বলেন, অত্যাচার নিপীড়নে গণতান্ত্রিক আন্দোলন স্তব্ধ করতে চায় সরকার। কিন্তু যুগপৎ আন্দোলন সামনে এগিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম।
ইউএইচ/