বিয়ের দাওয়াত থেকে ফেরার সময় রাজধানীর গুলিস্তানে চাঁদাবাজদের হামলার শিকার হয়েছেন কয়েকজন পুলিশ সদস্য। বৃহস্পতিবার (৯ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, গুলিস্তান পুলিশ ফাঁড়ির সামনে গাড়ি আটকে চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। প্রতিবাদ করায় তাদের কয়েকজনকে পিটিয়ে আহত করা হয়। অভিযোগ নিয়ে পুলিশ ফাঁড়িতে গেলেও কোনো সহযোগিতা পাননি বলে দাবি হামলার শিকার পুলিশ সদস্যদের। উল্টো হামলাকারীরা সংঘবদ্ধ হয়ে ভিড় করে পুলিশ ফাঁড়ির সামনে। এ সময় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে সটকে পড়ে চাঁদাবাজরা।
ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তার দাবি, তিনি এ ঘটনা সম্পর্কে জানেন না। তেমন কিছু হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। তবে হামলার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
এদিকে, লাঠিসোটা হাতে সন্ত্রাসী কায়দায় প্রতিদিন রাতে গুলিস্তান পুলিশ ফাঁড়ির সামনে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা তুলছে চাঁদাবাজরা।
/এমএন