আলমগীর স্বপন:
পঞ্চগড়ে প্রতি বছরই সালানা জলসার আয়োজন করে আহমদীয় জামাত সম্প্রদায়। এর বিরোধিতা করে আসছে সুন্নি মতাদর্শের কিছু সংগঠন। এর জের ধরেই ঘটেছে হামলা-ভাঙচুর, অগ্নিসংযোগ। সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এমন হামলা আগেও হয়েছে বিচ্ছিন্নভাবে।
ধর্মীয় বিষয়ে মতভেদ থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উত্তম- এ নিয়ে হামলা ও সহিংসতা পবিত্র ধর্ম ইসলাম সমর্থন করে না বলে মন্তব্য করেছেন ইসলামী চিন্তাবিদরা। আরও বললেন, এখানে সহিংসতার সুযোগ নেই। দেশের সংবিধানও নিশ্চিত করেছে সব ধর্ম ও মতের প্রতি সমানাধিকার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান মিয়াজী বলেন, এই যে সহিংসতা, অন্যায়, অপকর্ম- এগুলো সীমা লঙ্ঘনের সামিল। একজন লোক কথা বলবে, তার বাকস্বাধীনতা আছে, সেটা তাকে দিতে হবে। এটা তো শুধু কোরআন বা হাদিস দ্বারা না, আমাদের দেশের যে সংবিধান, তাতেও এই অধিকার স্বীকৃত।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, রাসুল (সা:) এর জীবনীই তো আমাদের আদর্শ। উনি তো কাউকে প্রথম আঘাত করেছেন, এমন কোনো নজির কেউ দেখাতে পারবেন না। মুসলমান হবেন মানে, পৃথিবীর সবাই মনে করবে, আপনি তার কাছে নিরাপদ।
ইসলামী শাসনের ঐতিহাসিক মদিনা সনদ ও যুদ্ধনীতি অনুযায়ী ভিন্নধর্ম ও মতের প্রতি সহিষ্ণুতার গুরুত্ব তুলে ধরেন চিন্তাবিদরা। বলেন, কে কোন ধর্ম পালন করবে তা বলার অধিকার কোন রাষ্ট্র, দল বা ব্যক্তির নেই।
ড. আতাউর রহমান মিয়াজী বলেন, কারও কথার সাথে কেউ একমত না হতে পারেন। একমত না হলে, ভিন্ন চিন্তার লোক হলে গঠনমূলক পরামর্শ দিতে পারেন।
ড. মো. শামছুল আলম বলেন, বিবেক-বুদ্ধি-যুক্তি দিয়ে তাদের বুঝাতে হবে।
ধর্মপ্রাণ মুসল্লীদের আবেগ ও অনুভূতি ব্যবহার করে কোনোপক্ষ রাজনীতি করছে কিনা, তা খতিয়ে দেখার আহ্বান তাদের।
ড. আতাউর রহমান মিয়াজী বললেন, হতে পারে তাদের রাজনৈতিক উদ্দেশ্য, হতে পারে তাদের কট্টর আদর্শ প্রতিষ্ঠিত করতে অন্যদের ওপর আক্রমন করা।
ড. মো. শামছুল আলম বলেন, যার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, সে এত বড় ঘটনা করতে পারে না। আমি জানি না দেশে কেন এমন ঘটনা ঘটছে। এর দৃষ্টান্তমূলক শাস্তি দরকার।
ইসলামী চিন্তাবিদরা বলেন, মতের ভিন্নতা থাকতে পারে। আলোচনার মাধ্যমে এর সমাধানই সব পক্ষের জন্য উত্তম।
/এমএন