বায়তুল মোকাররমে স্বর্ণের মার্কেটে আগুন 

0
1


ছবি: প্রতীকী

রাজধানীর বায়তুল মোকাররমের স্বর্ণের মার্কেটের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিভে গেছে।

সোমবার (১৭ এপ্রিল) দুপুর ২টা ৫২ মিনিটে আগুনের সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

ফায়ার সার্ভিস জানায়, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছিল বলে ধারণা করা হচ্ছে। এতে কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।

এর আগে ঢাকার উত্তরায় বিজিবি মার্কেটে আগুন লাগে। সকাল ১০টা ২৫ মিনিটে ওই আগুন ধরার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। বেলা ১১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ইউএইচ/