ফের আন্দোলনে ওসমানী মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা

0
2


প্রশাসনের সঙ্গে বৈঠকে সমঝোতা না হওয়ায় আবারও রাস্তায় নেমেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

বুধবার (৩ আগস্ট) দুপুর থেকে আবারও ক্যাম্পাসে হাসপাতালের সামনের সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা।

এর আগে দাবি আদায়ে ক্লাস-পরীক্ষা বর্জন করে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয় মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তবে ইন্টার্নরা ধর্মঘট ডাকলেও সেবা কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মাহবুবুর রহমান ভূঁইয়া জানান, সার্বিক চিকিৎসা সেবা স্বাভাবিক রয়েছে। হাসপাতাল ও মেডিকেল কলেজের নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

সোমবার এক নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত ও মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় হাসপাতাল ও কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে মঙ্গলবার সিলেট কোতোয়ালি থানায় দুটি মামলা দায়ের করেছে। সোমবার রাতে আটক দু’জনকে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আরও পড়ুন: প্রক্সির মাধ্যমে রাবির মেধা তালিকায় প্রথম হওয়া তানভীরের ফলাফল বাতিল

ইউএইচ/