সাবেক ১নং রহিমপুর ইউপি চেয়ারম্যান এর সুযোগ্য সন্তানের বেদনাময় স্টেটাস

0
7
{"subsource":"done_button","uid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1585170537560","source":"other","origin":"gallery","sources":["305636580358211","271687061016211"],"source_sid":"78AA012D-65A9-48E6-A78D-5D6E1F119B9A_1585170537573"}

সম্প্রতি পোস্ট হওয়া একটি স্টেটাস মরহুম আলহাজ্ব সিরাজুল ইসলাম (চেয়ারম্যান ১নং রহিমপুর ইউপি) উনার সুযোগ্য সন্তান নাহিদ আহমেদ এবং পরিবারবর্গ  মরহুম সিরাজুল ইসলামের জন্য সকলের কাছে দোয়াপ্রার্থী ।

আসসালামু আলাইকুম,

আজ ২৬শে মার্চ, বিগত ২০০৬ ইং সনে এই দিনে আমাদের পিতা মরহুম আলহাজ্ব সিরাজুল (চেয়ারম্যান ১নং রহিমপুর ইউপি) মৃত্যুবরণ করেন।

পারিবারিক ও সামাজিক জীবনে তিনি অত্যান্ত সফল ব্যাক্তি ছিলেন, উনার অকাল মৃত্যুর ক্ষতি আজও অপূরনীয়। তিনি ব্যাক্তি জীবনে সফলতার সাথে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক ও বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ডে আত্মনিয়োগ করেছিলেন।আমাদের পরিবাবের পক্ষথেকে আজ উনার মৃত্যু দিবসে উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ তায়ালা যেন উনাকে জান্নাতের সু-উচ্চ মাকাম দান করেন।

আমাদের মরহুম পিতার জন্য সবার কাছে দুআ চাই ।দুআ করবেন আমরা যেনো উনার পদাঙ্ক অনুসরণ করে দেশ -জাতি, সমাজ ও ধর্মের সেবা করে যেতে পারি। আমীন ।। ছুম্মাআমীন ।।