শাহরিয়ার খাঁন সাকিব:মঙ্গলবার (২৪মার্চ) সকাল ১১ টায় মৌলভীবাজার শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ এবং করোনা ভাইরাসের মতো মহামারী থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ প্রদান করেন তারা।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) পরিমল চন্দ্র দেব।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আরেফিন মামুন, সাধারন সম্পাদক ফুয়াদ হাসান দুরুদ, যুগ্ম সাধারন সম্পাদক শেখ নুরুল আমীন, অর্থ ও প্রচার সম্পাদক সায়েক আহমদ, মহিলা সম্পাদিকা সায়রা আক্তার রক্সি, ধর্ম সম্পাদক মাজহারুল ইসলাম, সদর উপজেলা শাখার সভাপতি জুবায়ের আহমদ, সাধারন সম্পাদক মাহমুদ হোসেন, যুগ্ম সাধারন সম্পাদক ইমামুল হাসান, মনুমুখ শাখার ক্রিয়া সম্পাদক জুবায়ের আহমদ প্রমুখ।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম হাবিবুর রহমান হাবিব এই প্রতিবেদককে জানিয়েছেন,
মৌলভীবাজার শহরের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্যোগ গ্রহন করেন তারা।
অপরদিকে, করোনাভাইরাস আতঙ্কে স্থবির হয়ে পড়েছে পর্যটন নগরী মৌলভীবাজার জেলা। বিদেশ ফেরত কারা এলাকায় আসছে তা তদারকি করছে প্রশাসন। এছাড়া মৌলভীবাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।