গো-মূত্র পান করলেই মিলবে করোনা থেকে মুক্তি – হিন্দু মহাসভা

0
7

ভারতে কোভিড ১৯ এর প্রকোপ ঠেকাতে হয়ে গেলো গো-মূত্র পার্টি। হিন্দু মহাসভা সংগঠনের উদ্যোগে এ আয়োজনটি করা হয়।

সংগঠনটির প্রধান চক্রপানি মহারাজের দাবি গো-মূত্র পানে প্রতিহত করা সম্ভব নভেল করোনা ভাইরাস। অবশ্য বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এই দাবির বাস্তব কোনো ভিত্তি নেই।

প্রাণঘাতী করোনা ভাইরাস ঠেকাতে ভারতে দিল্লিতে বিশেষ মন্ত্রপাঠ করে পূজার পর পান করা হলো গো-মূত্র। ব্যতিক্রমী এ উদ্যোগ নিলো হিন্দু মহাসভা।

বিশ্বের বেশির ভাগ দেশের মতো ভারতেও ছড়িয়েছে করোনা ভাইরাস। হিন্দু মহাসভা নামে একটি সংগঠনের প্রধানের দাবি করোনা ভাইরাসের প্রতিষেধক হিসেবে কাজ করে গো-মূত্র। আর সে কারণেই এ আয়োজন।
সংখঠনটির প্রধান জানান, “এখন পর্যন্ত কোভিড ১৯ এর কোনো প্রতিষেধক আবিষ্কার করতে পারে নি চিকিৎসা বিজ্ঞান। তাহলে এর থেকে বাঁচার উপায় কি ? উপায় হলো এই গো-মূত্র পান। আমরা বিশ্বাস করি এর মাধ্যমে করোনা ভাইরাস থেকে মুক্তি মিলবে।”

সংগঠনটির আরেক সদস্য বলেন, ” গো-মূত্রে ১৮ ধরণের পুষ্টিকর উপাদান রয়েছে। যেগুলো সব ধরণের ভাইরাসের বিরুদ্ধে কার্যকর। এমনকি গোবরও খুব পুষ্টিকর।”

তবে তাদের এসব দাফির কোনো বাস্তব ভিত্তি নেই এমনটাই বলছেন ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা। আতঙ্ক থেকেই হচ্ছে মানুষের এই অন্ধবিশ্বাস।