এবার অবরুদ্ধ স্পেন; প্রধানমন্ত্রীর স্ত্রীও করোনায় আক্রান্ত

0
5
স্পেন

কোভিড ১৯ এর বিস্তার রোধে ইতালির আদলে নিজেদের অবরুদ্ধ করলো স্পেন। ফলে দেশটিতে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থিকবেন ৪ কোটি ৭০ লাখ মানুষ। ভাইরাসটির শিকার হয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রীর স্ত্রীও।

গেল চব্বিশ ঘন্টায় চীনের বাইরে নতুন ভাবে সংক্রমিত হয়েছেন ১০ হাজার মানুষ। শশুধু ইতালিতে একদিনে মারা গেছেন ১৭৫ এবং ইরানে ১১৩ জন। বিশ্বের ১৫৫ দেশে ছড়িয়ে পড়া ভাইরাসে প্রাণহানির সংখ্যা ৫ হাজার ৯৭৩ জন। আক্রান্ত ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ।

স্পেনের এই ঘোষণার পরপরই কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে গেল ব্যস্ত নগরীর দৃশ্যপট। স্প্যানিশ সরকার অবরুদ্ধ পরিস্থিতি ঘোষণার পরপরই বন্ধ হয়ে যায় শপিং মল, পার্ক আর দর্শনীয় স্থাপনা গুলো।

বর্তমানে করোনা ঝুঁকির কেন্দ্রস্থল ইউরোপ। এ কারণে ইতালির প্রদাঙ্ক অনুসরণ করে গোটা স্পেনই অবরুদ্ধ ঘোষণা করলো স্প্যানিশ প্রশাসন। ফলে ৪ কোটি ৭০ লাখ মানুষকে থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে। রয়েছে ১৫ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞাও। এই ভাইরাসটির সংক্রমণের শিকার স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীও।

প্রধানমন্ত্রী সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। কেউ প্রশাসনের অনুমতি ছাড়া বের না হতেও বলা হয়েছে। ঔষুধ এবং খাবারের দোকান ছাড়া সব ধরণের প্রতিষ্ঠান বন্ধ রাখার কথা বলা হয়েছে। ভাইরাস মোকাবেলায় সবাইকে সর্বোচ্চ প্রচেষ্ঠা চালাতে হবে।

সব ধরণের বিমান চলাচলে করাকরি আরোপ করেছে ফ্রান্স, জার্মানিও। নাইটক্লাব পাবে যাওয়ার উপরও নিষেধাজ্ঞা জারি করেছে ফরাসি প্রশাসন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আবারো সবাইকে জোটবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানালো বিশ্ব স্বাস্থ সংস্থা (WHO)। ইউরোপের দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নেয়ার কথা ও জানানো বিশ্ব স্বাস্থ সংস্থার এক সংবাদ সম্মেলনে।

করোনা ভাইরাসের এ অবস্থায় নতুন করে সতর্কতা জারি করলো যুক্তরাষ্ট্র। বাতিল করা হয়েছে ব্রিটেন এবং আয়ারল্যান্ডের সাথে বিমান চলাচল। আতঙ্কে নিজেও কোভিড ১৯ পরীক্ষা করিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

যেসব এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি সেখানে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া।

এদিকে সব ধরণের প্রমোদতরী আগমন ঠেকাতে সমুদ্রে কড়কড়ি আরোপ করেছে নিউজিল্যান্ড।


এবার কোয়ারেন্টাইনে গেলেন লিওনেল মেসি; সবাইকে সতর্ক থাকার আহ্বান



Our Official Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari