গাইবান্ধার ঘাঘট নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন জব্দ

0
3


গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার সাদুল্লাপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় একটি ড্রেজার মেশিন জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় কয়েকটি পাইপ ধ্বংস করা হয়। তবে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (১৬ জুন) বিকেলে দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা (বাঁধের মাথা) গ্রামে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তাইফুর রহমান।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. তাইফুর রহমান জানান, নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালানো হয়। অভিযান টের পেয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িতরা মেশিনটি নদীতে ভাসিয়ে পালিয়ে যায়। পরে সেখানে থাকা কয়েকটি পাইপ ও ব্যবহৃত সরঞ্জামাদি ধ্বংস করা হয়। সেই সঙ্গে ভাসিয়ে দেয়া মেশিনটি ঘটনাস্থল থেকে পূর্ব দিকের জামুডাঙ্গা ব্রিজের কাছ থেকে জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা মেশিনটি হামিন্দপুর গ্রামের সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির। তিনি কয়েকদিন ধরে ড্রেজার বসিয়ে জামুডাঙ্গার আলমের বাড়িতে বালু ভরাট করছিলেন বলে স্থানীয়রা জানান।

এ উপজেলার কোথাও অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের সুযোগ নেই। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এ জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

এটিএম/