চট্টগ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন

0
2


চট্টগ্রামের কর্ণফুলীর উপজেলার চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত হয়েছেন উপজেলা সেচ্ছাসেবক লীগের পাঠগার বিষয়ক সম্পাদক রমজান আলী।

বৃহস্পতিবার (১৬ জুন) রাত ৮টায় ইউনিয়নের ইছানগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পরাজিত মেম্বার প্রার্থী ইসহাকের সমর্থক ছিলেন রমজান। রাতে একটি চায়ের দোকানে নির্বাচিত মেম্বার সাইদুল হকের সমর্থকদের সাথে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন রমজান।

একপর্যায়ে রমজানকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন সাইদুল হকের ৭ থেকে ৮ জন অনুসারী৷ গুরুতর আহত অবস্থায় রমজানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে নিজ দোকানের সামনে গুলি করে বাংলাদেশিকে হত্যা

জেডআই/