চট্রগ্রাম নগরীর ষোল শহর ২নং গেইট এলাকায় পুলিশ বক্সে একটি বিকট শব্দ বিস্ফোরণ এক শিশু, দুই পুলিশ সদস্য সহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
ঘটনাস্থলে পুলিশরা জানান, প্রায় পৌনে নয়টার সময় চট্রগ্রাম নগরীর ষোল শহরের ২নং গেইটে পুলিশ বক্সে হঠাৎ বিকট শব্দ বিস্ফোরণ ঘটে এবং বিস্ফোরণের পর পরই দুইজন পুলিশ সদস্য ছিলেন দায়িত্বরত। এটা মূলত ট্রাফিক পুলিশদের বক্স হিসেবে পরিচিত। সেখানে কর্মরত ছিলেন সার্জেন্ট আতাউল্লাহ এবং আরাফাত।
এই দুজন দগ্ধ হয় এবং দগ্ধ অবস্থায় তাদের তাদের চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ।শিশুটিকে ক্যাসুয়ালটি ওয়ার্ডে এবং পুলিশদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
এছাড়া ও দুজন পথচারীরা সামান্য আহত হয়েছেন।আসলে তারা বিকট শব্দ শুনেছে শুধু কোথায় হতে কিংবা কি রকম বিস্ফোরণটি তারা জানাতে পারে নি।
বৈদ্যুতিক তারের কোনো সমস্যা কি না আর কোনো রকম সমস্যা তা খতীয়ে দেখছেন।
চট্রগ্রাম নগরীর পুলিশের উর্ধতম কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার কারণ শনাক্ত করতে খতিয়ে দেখা হচ্ছে বলে জানান। কোনো রকম সন্ত্রাসী কিংবা কোনো রকম বোমা হামলা করা হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ।