ছোট দুর্নীতিবাজদের নিয়েই অনেক বেশি আগ্রহী দুদক ; টিআইবি

0
8
দুদক

দুদক এর কাজে সার্বিক অগ্রগতি নেই। নিরপেক্ষভাবে সংস্থাটি দায়িত্ব পালন করছে না বলে মন্তব্য করেছেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড: ইফতেকারুজ্জামান।

রাজধানীর মাইদা সেন্টারে দুদক নিয়ে টিআইবি’র গবেষণা প্রতিবেন প্রকাশ করে তিনি এই মন্তব্য করেন।

গবেষণায় বলা হয়েছে দুদকের উপর মানুষের তেমন আস্থা নেই। বড় দুর্নীতি বাজদের ধরতে দুদকের আগ্রহ নেই। বেশি মনোযোগী ছোটদের নিয়ে।

দুদক ক্ষমতাসীন দল ও জোটের রাজনীতিবিদদের ব্যাপারেও বেশ নমনীয়।

আইন প্রণয়নের মাধ্যমে দুর্নীতি দমন কমিশনের কার্যক্রমে সরকারের প্রভাব বিস্তারের চেষ্ঠার তথ্য উঠে এসেছে গবেষণায়।

টিআইবি দুদক-কে আরো কার্যকর ও স্বাধীন করতে আইন সংশোধনের সুপারিশ করেছে।

 


আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে পাঁচ সিন্দুক ভর্তি টাকা উদ্ধার


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari