পার্টনারদের সাথে যৌনকর্মে বাধ্য করায় নিজের স্বামীকে খুন করে সামিরা

0
8
স্বামীকে খুন

ব্যবসায়িক অংশীদারদের সাথে নিজের স্ত্রী কে যৌন কর্মে বাধ্য করায় খুন হয়েছেন গাজীপুরের আব্দুর রহমান।

র‍্যাবের দাবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যার কথা স্বীকার করেছেন নিহত আব্দুর রহমানের চতুর্থ স্ত্রী সামিরা আক্তার।

গতকাল রাতে রাজধানীর দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে সামিরা ও তার বাবাকে গ্রেফতার করে র্যাব-১ এর একটি দল।

র‍্যাবের কর্মকর্তা জানান, কখনও ব্যবসায়ীক স্বার্থে কখনও বা টাকার বিনিময়ে ব্যবসায়িক অংশীদারদের সাথে নিজের স্ত্রীকে যৌনকর্মে বাধ্য করাতেন রহমান।

সামিরা তার স্বামীর কাছ থেকে ডিভোর্স চাইলে তার পরিবারেরে সদস্যদের দেয়া হতো হত্যার হুমকি।

গত ১০ ফেব্রুয়ারি গাজীপুরের প্রশিকা মোড় এলাকার বাসায় আবারো অন্য একজনের সাথে স্ত্রীকে যৌন কর্মে বাধ্য করায় রহমান।

ঐ দিন রাতেই স্বামীকে গলা কেটে হত্যা করেন সামিরা। পরে তার মুখে এসিড ঢেলে ঝলসে দেন।
ওই ঘটনার ৩ দিন পর লাশ বাসায় রেখে পালিয়ে যান সামিরা। ১৮ ফেব্রুয়ারি বাসা থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

র‍্যাব জানায়, “সামিরা তার স্বামীর দ্বারা সবসময় নির্যাতিত হতো। যার ফলে তার মধ্যে রাগ ও ক্ষোভের সৃষ্ঠি হয়। এই রাগ-ক্ষোভেরই পুঞ্জিভূত বহিঃপ্রকাশে গত ১১ই ফেব্রুয়ারি গলা কেটে স্বামীকে হত্যা করে। এবং লাশ যাতে কেউ চিনতে না পারে সে জন্য তার মুখটা এসিড দিয়ে ঝলসে দেয়।”



আওয়ামীলীগ নেতার বাড়ি থেকে পাঁচ সিন্দুক ভর্তি টাকা উদ্ধার


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari