স্বল্পোন্নত দেশসমূহের পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে কাতার থেকে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার (৮ মার্চ) সাড়ে তিনটার দিকে সফর শেষে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিশেষ বিমান ঢাকায় পৌঁছায়। এদিন সকালে কাতার সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি এবং কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
এর আগে, এলডিসি বিষয়ক পঞ্চম জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে গত ৪ মার্চ দোহা পৌঁছান প্রধানমন্ত্রী। সম্মেলনে অংশগ্রহণ ছাড়াও জাতিসংঘ মহাসচিব অ্যান্তেনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা।
/এমএন