রাজধানীর গুলিস্তানে বিস্ফোরিত ভবনের আন্ডারগ্রাউন্ডে উদ্ধার অভিযান চালিয়ে আরও ২ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এতে এ দুর্ঘটনায় ১৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
নিহত দুইজন হলেন— মমিন উদ্দিন সুমন (৪৪) ও রবিন হোসেন শান্ত (২০)। এরমধ্যে মুমিন উদ্দিন সুমন আনিকা এন্টারপ্রাইজের মালিক। আর রবিন ওই দোকানের কর্মচারী ছিলেন।
দুর্ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর রাজউকের ছাড়পত্র নিয়ে নিয়ে পুনরায় উদ্ধার কাজ শুরু করে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এর আগে, সকাল থেকে ভবনের সামনে প্রস্তুতি নিয়ে রাখেন ফায়ার সার্ভিস কর্মীরা। অপেক্ষা করেন ঝুঁকিপূর্ণ ভবনে প্রবেশের জন্য রাজউকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনার।
এদিকে, সকাল থেকে কয়েকজনকে খুঁজে না পাওয়ার অভিযোগ করেছে স্বজনরা। দ্রুত বেজমেন্টে উদ্ধার অভিযান চালানোর দাবি জানান তারা।
গতকাল মঙ্গলবার (৭ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে গুলিস্তানে বিআরটিসি বাস কাউন্টারের পাশে একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শতাধিক ব্যক্তি আহত হন। এ দুর্ঘটনায় আহত ৩০ জনের বেশি এখনও বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
/এমএন