সিলেটে বেপরোয়া ট্রাক কেড়ে নিলো অসহায় রিক্সা চালকের প্রাণ

0
7

বাংলাদেশের সিলেট নগরীর সুরমা মার্কেটের পয়েন্টে ট্রাক চাপায় নিহত হয়েছেন একজন রিক্সাচালক। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

সিলেটে বেপরোয়া গতির ট্রাক কেড়ে নিলো অসহায় রিক্সাচালকের প্রাণ।

একবার ভেবে দেখবেন, গ্রামের বাড়িতে পারিবার পরিজন ফেলে পেটের দায়ে রিক্সা চালাতো লোকটি।

দূর্নীতি, রাহাজানি, ছিনতাই কিংবা খাবারে ভেজাল মিশিয়ে লোকটি রাতারাতি বড়লোক হওয়ার পথে হাঁটেনি।

রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে গায়ের রক্ত পানি করে বেঁচে থাকার প্রচেষ্টা ছিলো..

ন্যায্য ভাড়া চাইতে গেলে এ অঞ্চলের রিক্সা চালকদের অনেকসময় কপালে জুটে অকথ্যা গালিগালাজ, চড় থাপ্পড়, কখনও বা অভিযাত পেসেঞ্জারের বেধড়ক পিটুনি…

অথচ, এরকম সত পরিশ্রমী একটা জীবনযোদ্ধার জীবন দিতে হলো বেপরোয়া এক নষ্ট চালকের উগ্রতার চাকায় পিষ্ট হয়ে..

যে পরিবারের দরিদ্র বউ, ছেলেমেয়ে পথচেয়ে বসে থাকে সপ্তাহ শেষে সিলেট থেকে রিক্সা চালিয়ে কটা টাকা পাঠাবে, সেই আশায়..অভাব অনটনের সাথে যুদ্ধ করে করে, আধপেটা খেয়ে কোনরকম বেচে থাকার আশায় ; আজ তারা পথ চেয়ে আছে রক্তাক্ত ক্ষতবিক্ষত লাশের আশায়…

রাষ্ট্র কি নেবে, এই অতি সাধারণ সৎ জীবন যোদ্ধার অসহায় পরিবারের দায়িত্ব?

রাষ্ট্র কি একজন পরিশ্রমীর সততার কিছুটা পুরষ্কার দিতে উদ্যোগ নেবে…??

কত লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে, অপব্যয় হচ্ছে ; বিলিয়ন টাকার রোহিঙ্গার বোঝা বইছে রাষ্ট্র..

এই বিশাল কর্মযজ্ঞের ভিড়ে এক জীবন সংগ্রামী রিক্সা চলকের পরিবারের পাশে রাষ্ট্র দাঁড়াক- এই দাবি জানাচ্ছি।

ঘাতক ট্রাকচালকের সর্বোচ্চ শাস্তি দাবি করছি

© প্রত্যুষ তালুকদার