রাজধানীর লালবাগ এলাকায় একটি মোবাইলের দোকানে তালা ভেঙে চুরির ঘটনায় মোবাইল, নগদ টাকা ও তালা কাটার সরঞ্জামসহ পেশাদার দুই চোরকে গ্রেফতার করেছে ডিএমপির লালবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
বুধবার (১৪ মে) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটের দিকে মাদারীপুর জেলার কালকিনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- আমিনুল ফকির (৩৩) ও মিরাজ (৩৭)।
লালবাগ থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, গত ২৬ এপ্রিল রাতে লালবাগ থানার শেখ সাহেব বাজারে অবস্থিত ‘মদিনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড মোবাইল বাজার’ নামক দোকানের সাঁটারের তালা ভেঙে বিভিন্ন মডেলের ৩৩টি মোবাইল ফোন ও নগদ ৮৮ হাজার টাকা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজে অজ্ঞাত চোরদের দোকানে প্রবেশ ও চুরির দৃশ্য ধরা পড়ে। পরে দোকানের মালিক মো. আব্দুর রহিম বাদী হয়ে গতকাল (১৪ মে) লালবাগ থানায় একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, মামলাটি তদন্তকালে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরদের শনাক্ত করা হয়। পরে মাদারীপুর জেলার কালকিনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে চুরির সঙ্গে জড়িত ছিল বলে স্বীকার করেছে।
চুরির সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং চুরি হওয়া অন্যান্য মোবাইল ফোন ও টাকা উদ্ধারে পুলিশের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
কেআর/এমআরএম