ভারতেও ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী করোনা ভাইরাস – Coronavirus

0
3
Coronavirus
coronavirus

Coronavirus

 

ভারত, ফিলিপাইন সহ অন্তত ২২ দেশে ছড়িয়েছে সার্স ধর্মী করোনা ভাইরাস। এই অবস্থায় সব দেশে সমন্বিত সতর্ক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ সংস্থা।

এদিকে বৃহস্পতিবার পর্যন্ত চীনে মৃতের সংখ্যা ১৭০ ছড়িয়েছে। এবং আক্রান্ত হয়েছে প্রায় সাত হাজার ৮শ মানুষ।

চীনে এখন থম্থমে পরিবেশ। রাস্তার মোড়ে মোড়ে চলছে তল্লাশি। এটা কোনো যুদ্ধ্ব নয়, অজানা এক ভাইরাস এর সংক্রমন ঠেকাতে এমন ব্যাপক প্রস্তুতি।

সর্বশেষ স্বয়াত্ত্বশাসিত তিব্বতে সনাক্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাস।  ফলে বেইজিং – সাংহাই সহ পুরো চীনা ভূখন্ডেই বিস্তার ঘটলো এর।

গেল ২৪ ঘন্টায় নতুন করে ১৭০০ জন আক্রান্ত হয়েছে। মোট আক্রান্ত হয়েছে প্রায় আট হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দেড়শো’রও কম মানুষ। লক্ষণ দেখা গিয়েছে আরো ১২ হাজার মানুষের মধ্যে।

চীনের এক ডাক্তার বলেছেন,” রোগীদের লক্ষণ দেখে সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।
আক্রান্তের তুলনায় সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা ভীষণ কম।তবে তারা আবার অসুস্থ হচ্ছেন না এটা আশার খবর।’

শ্বাস-প্রশ্বাস ও হাচি – কাশির মাধ্যমে সংক্রমনের সংখ্যা এড়াতে ভীড় বাড়ছে মাস্ক এর দোকানগুলোতে। ঘর থেকে পারত পক্ষে বের হচ্ছেন না সারা দেশের কোটি মানুষ।

অতি প্রয়োজনে যারা বের হচ্ছেন তাদের স্বাস্থ পরীক্ষার ব্যবস্থা রয়েছে বাস, রেল ও মেট্রো স্টেশনের মতো ব্যস্ত এলাকাগুলোতে।

সংবাদ মাধ্যমে এক চিনা নাগরিক জানান,’ ট্রেন থেকে উঠতে নামতে তাপমাত্রা মেপে দেখা হচ্ছে। নিয়মিত নজরদারিতে স্বস্থি পাচ্ছি। সুস্থতা নিশ্চিতে মাস্ক ব্যবহারেও সবাই সচেতন।’

প্রতিবেশি সব দেশ আর যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া সহ  বিভিন্ন অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। সংযুক্ত আরব আমিরাতের মাধ্যমে তালিকায় যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্য।

তবে চীনের বাইরে আক্রান্তের সংখ্যা তুলনামূলক কম হলেও তাতে স্বস্থির সুযোগ নেই বলছে বিশ্ব স্বাস্থ সংস্থা।

WHO এর মহাপরিচালক জানান,  ‘গেল কয়েকদিনে ভাইরাসটির গতিবিধি বদলেছে। জাপান, ভিয়েতনাম আর জার্মানিতে  মানবদেহ থেকে ভাইরাসটি ছড়িয়েছে বলে নিশ্চিত আমরা। এ অবস্থায় বড় ধরনের মহামাড়ী এড়াতে সব দেশে বাড়তি সতর্কতা এবং সম্বনিত উদ্যোগ গ্রহনের বিকল্প নেই।’

নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের পর চীন থেকে নিজ নিজ নাগরিকদের সড়িয়ে নিচ্ছে
কানাডা, ফ্রান্স, ব্রিটেন, ফিলিপাইন, মালেশিয়া সহ বিভিন্ন দেশ।

ছোঁয়াচে ভাইরাসটির বিস্তার রোধে চীনে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে  ব্রিটিশ এয়ারওয়েজ, আমেরিকান এয়ারলাইন্স, লুফতানসা এয়ারলাইন্স, এয়ার কানাডা সহ বেশ কিছু বিমান সংস্থা।


করোনা ভাইরাসের জন্য সরকার কর্তৃক ঘোষনা ও গুরুত্বপূর্ণ তথ্যবিবরণ Coronavirus


Connect with us on fb :