আগুন যুদ্ধা কালো কোট পরা কাদামাখা মানুষ টি আর কেও নায় মৌলভীবাজার জেলার মোস্তফাপুর ১০ নং ইউনিয়নের সাবেক ভাই শেখ রুমেল আহমদ।
উনার এরকম সাহসিকতা বর্তমান তরুনদের জন্য অনুপ্রেরনা।
গত ২৮ জানুয়ারি আনুমানিক সকাল ৯ টায় সেন্ট্রাল রোডের পিংকি সু স্টোরের উপরে আগুন লাগার পর যখন হাজার মানুষ ছবি, ভিডিও তুলায় ব্যস্ত ছিলো তখনই তিনি কোনো রকম পরোয়া না করে ঝাপিয়ে পরেন অগ্নিদগ্ধ মানুষের সহায়তায়।সেদিন ঘটনাস্থলে যারা উপস্থিত ছিলেন তারা সবাই দেখেছেন ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস টিমের সাথে শেষ পর্যন্ত কাজ করে গেছেন।
রুমেল ভাই ওনার মতো আরো অনেকে সাহসীকতার হাত বাড়িয়েছিলেন সহায়তায়। জল-কালিতে মাখামাখি হয়েও চেষ্ঠা করে গেছেন তারা।
আর সহায়তাকারী এসব মানুষদের প্রায় সবাই ছিলেন রুমেল ভাই এর মতো। সুন্দর জামা কাপড়ের মায়ায় দু’এক জন ছাড়া। প্রায় সকল ভদ্দর লোক শুধুই ভীড় বাড়িয়েছিলেন।