এ দেশের মানুষ অবশ্যই নির্বাচন চায় কিন্তু সেই নির্বাচন আওয়ামী লীগের অধীনে নয়। সে নির্বাচন অবশ্যই হতে হবে একটা নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (১ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মানে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আলোচনা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার ফের ক্ষমতায় থাকতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচন করতে চায়। কিন্তু সরকারের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে না। জনসম্পৃক্ত চলমান আন্দোলনেই এই সরকারকে বিদায় নিতে হবে।
বিএনপি মহাসচিব আরও বলেন, এখন নিজেদের স্বার্থে হলেও এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে, লড়াই করতে হবে বলেও জানান তিনি।
ইউএইচ/