ঘাসের মধ্যে লুকিয়ে চিতাবাঘ, খুঁজে বের করার চ্যালেঞ্জ নিন

0
4


আপনার চোখের সামনেই রয়েছে, অথচ সেটি ধরা পড়ছে না। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝেমধ্যেই ভাইরাল হয়। এই বিষয়গুলোকে সাধারণত চোখের ভ্রম বা ‘অপটিক্যাল ইলিউশন’ বলা হয়ে থাকে।

অনেক সময় সেই সব ছবি প্রকাশ্যে নিয়ে এসে নেটিজেনদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়, ছবির মধ্যে লুকিয়ে থাকা কোনো বস্তু বা প্রাণী খুঁজে পাওয়া যাচ্ছে কিনা। বা ছবিতে কোনো ভুল ধরা পড়ছে কিনা। এই ধরনের ছবিতে অনেক ক্ষেত্রে ভ্রম সহজেই ধরা পড়ে। আবার বেশির ভাগ ক্ষেত্রেই সেই ভ্রম ধরতে বেশ কসরত করতে হয়।

সম্প্রতি এমনই একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা যাচ্ছে, বড় বড় ঘাসভর্তি একটি মাঠ। সেই ঘাসের মধ্যে একটি চিতাবাঘ লুকিয়ে রয়েছে। ছবির মধ্যে থেকেই সেই চিতাবাঘকে খুঁজে বের করার চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হয়েছে।

আপনিও কি সেই চ্যালেঞ্জ নেবেন নাকি? দেখুন তো খুঁজে পান কিনা ঘাসের মধ্যে লুকিয়ে থাকা ওই প্রাণীটিকে। অনেকেই প্রথম দর্শনে চিতাবাঘটিকে খুঁজে পাননি। খুব ভালো করে খেয়াল করলে আপনার কাছে ধরা দেবে বাঘটি।

ইউএইচ/