মৌলভীবাজার সদর উপজেলার ১০ নং নাজিরাবাদ ইউনিয়নে পুলিশের সাথে গুলাগুলিতে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন মৌলভীবাজার মডেল থানার ওসি সহ আরো পাঁচ পুলিশ সদস্য। অভিযান শেষে তারা মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এই ঘটনার সময় দুই ডাকাতকে গ্রেফতার করে পুলিশ।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার জানান, ২৯ ফেব্রুয়ারি শনিবার গভীর রাত্রে ১০/১৫ জনের একটি ডাকাতদল নাজিরবাদ ইউনিয়নের কমলাকলস গ্রামের ছালিক বেগ মাস্টারের বাড়িতে ডাকাতি করে। ডাকাতেরা সব কিছু লুটপাঠ করে পালিয়ে যাওয়ার সময় কাগাবলা ইউনিয়নের বোরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পুলিশের একটি টহলধারী টিমের সম্মুখীন হয়।
পুলিশ ডাকাতদের সিএনজি অটোরিক্সার গতিরোধ করে থামাতে চাইলে ডাকাতেরা পুলিশকে লক্ষ করে গুলি ছোড়ে পালানোর চেষ্ঠা করে। এক পর্যায়ে পুলিশ ডাকাতদের গুলি করলে ঘটনাস্থলেই গুলি লেগে এক ডাকাত সর্দার মারা যায়।
ঘটনাস্থলে দুই ডাকাতকে আটক করা হয়। তাদের সাথে থাকা অন্যান্য ডাকাত সদস্য পালিয়ে যায়।
এ সময় ঘটনাস্থল থেকে ডাকাতের কাছ থেকে তাদের ব্যবহৃত দুটি সিএনজি, দেশীয় অস্ত্র ও গুলি এবং লুট হওয়া মালামাল উদ্ধার করা হয়।
নিহত ডাকাত সর্দারের বাড়ি সিলেটের বিয়ানি বাজার বলে জানা গেছে। বাকি আটককৃত দুজনের মধ্যে একজনের বাড়ি বিয়ানিবাজারের আঙ্গুরা গ্রামে ও অন্যজন মৌলভীবাজার উপজেলার আতানগিরি