মার্কিন কংগ্রেসে হামলার সময় ভারতীয় পতাকা উত্তোলন নিয়ে তোলপাড় | US & India

0
5
US & India

মার্কিন কংগ্রেসে হামলার সময় ভারতীয় পতাকা উত্তোলন নিয়ে দেখা দিয়েছে তোলপাড়। সহিংসতার সময় জাতীয় পতাকা তুলে ধরেন ভিনসন পালাতিঙ্গার নামে এক ভারতীয় আমেরিকান। রাজনীতিবিদদের শঙ্কা এই ঘটনা প্রভাব ফেলতে পারে বাইডেন প্রশাসনের সাথে সম্পর্কে।

ক্যাপিটল হিলে যখন তান্ডবে মত্ত ট্রাম্পের উগ্র সমর্থকরা তখন শত শত ব্যানার আর পতাকার মাঝে হঠাৎই নজরে আসে ভারতের একটি পতাকা। মুহুর্তেই ভাইরাল হয় এই ফুটেজ।

ক্যাপিটল হিলে হামলায় ভারতের জাতীয় পতাকা নিয়ে যোগ দেয়া ভারতীয় মার্কিন এই নাগরিকের নাম ভিনসন পালাতিঙ্গার। ট্রাম্পের কঠোর সমর্থক দাবি করা পালাতিঙ্গার ট্রাম্পের বাণিজ্য বিষয়ক কাউন্সিলরও ছিলেন।

এই ঘটনায় নিন্দার জড় বইছে ভারতেও। ভিনসন পালাতিঙ্গারের সমালোচনা করে টুইট করেন দেশটির রাজনৈতিক নেতারা। এ ধরণের ঘটনা কূটনৈতিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলতে পারে শঙ্কা কংগ্রেস নেতা শুশি থারুরের।


আরো পড়ুনঃ স্থায়ীভাবে নিষিদ্ধ করা হলো ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট | Donald Trump Twitter