তরুণ উদ্যোক্তা ফাহিম সালেহ হত্যাকান্ডে তার সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হাসপিলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে ( পাঠাও )।
শুক্রবার ম্যানহাটনের ফেডারেল আদালতে ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হয়। সেখানে বেরিয়ে আসে ফাহিমের অ্যাপার্টমেন্টে পাওয়া ইলেক্ট্রিক করাত হাসপিলই কিনেছিল।
হোমডিপো থেকে হাসপিলের কেনা ইলেকট্রিক করাত ও ধোয়া মোছার সরঞ্জাম ফাহিমে সালেহ’র অ্যাপার্টমেন্টে পাওয়া গেছে। এছাড়া সিসিটিভি ফুটেজে চিহ্নিত সন্দেহভাজন খুনির পোশাক টাইরেস ডেভন হাসপিলের বাড়িতে পাওয়া গেছে। সব মিলিয়ে নিউইয়র্ক পুলিশ হাসপিলকে শনাক্ত করতে পেরেছে।
ফাহিমের হত্যায় হাসপিলের সম্পৃক্ততার জোরালো প্রমাণ আছে জানিয়ে অ্যাটর্নি ফোর্ড আরো বলেন , অপরাধ সংগঠনে আগে ও পরের সার্ভিলেন্স ভিডিও থেকে অন্তত দুই জন হাসপিলকে শনাক্ত করেছেন।
শুক্রবার হাসপিলকে গ্রেফতারের পর নিউইয়র্ক পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান হ্যারিসন সাংবাদিকদের বলেন ফাহিমের অর্থ ও ব্যক্তিগত বিষয়গুলো দেখতেন হাসপিল। তার অনেক ঋণ ও ছিল ফাহিমের কাছে। গেল মঙ্গলবার নিউইয়র্কের ম্যানহাটনে নিজের অ্যাপার্টমেন্ট থেকে ৩৩ বছর বয়সী পাঠাও রাইড শেয়ারিং কোম্পানির প্রতিষ্ঠাতা ফাহিমের খন্ডিত লাশ উদ্ধার করা হয়।
আরো পোস্টঃ মাত্র ১ লাখ ডলারের জন্য ফাহিমকে খুন করেছে তার সহকারী । Pathao Ride
আমাদের ফেইসবুক পেইজঃ আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari