বাংলাদেশ নৌবাহিনী ‘র নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল স্যার। এর আগে তিনি ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি পান।
নতুন নৌবাহিনী প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল স্যার আগামী ২৫ জুলাই ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি পূর্বক প্রতিরক্ষা বাহিনীসমূহের প্রধানদের নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা অনুসারে কার্যভার গ্রহণ করবেন।
তিনি ২০২৩ সালের ২৪ জুলাই পর্যন্ত, মোট তিন বছরের জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
টিম ডেফ্রেসের পক্ষ থেকে রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ শাহীন ইকবাল স্যারকে শুভেচ্ছা, এবং বিদায়ী নৌ প্রধান অ্যাডমিরাল আওরঙ্গজেব চৌধুরী স্যারের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
আরো পোস্টঃ পাঠাও এর প্রতিষ্ঠাতা ফাহিম হত্যার বিচার শুরু |আদালতে মিললো প্রমাণ