করোনায় আক্রান্ত হয়ে ভারতে প্রথমবারের মতো একজনের মৃত্যু

0
4
india

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রথম বারের মতো একজনের মৃত্যু হয়েছে। কর্ণাটক রাজ্যে দুই দিন আগে ৭৬ বছর বয়সী এক রোগী মারা গেলেও বৃহস্পতিবার রাতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য বিভাগ।

ওই ব্যক্তি সম্প্রতি সৌদি আরব থেকে ভারতে ফিরে আসেন। করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের ভিসা বন্ধ করে দেয়ার ঘোষণার মধ্যেই একজনের মৃত্যুর খবর পাওয়া গেল।

বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া ৩ জনের মধ্যে একজন কোয়ারেন্টাইন শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকিদের স্বাস্থ্যের উন্নতি হলে তাদেরকে বাড়ি ফিরতে দেয়া হবে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৪৬১৩ জন মারা গেছেন। এখন পর্যন্ত থামছে না আক্রান্তের সংখ্যা। ইউরোপের দিকে খুব দ্রুত ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। ইতালিতে জারি করা হয়েছে জরুরি অবস্থা।

চীন থেকে করোনা ভাইরাসের উৎপত্তি। চীনে এখন ধীরে ধীরে কমছে আক্রান্তের সংখ্যা। অনেক দ্রুত সুস্থ্য হয়ে বাড়ি ফিরছেন। হাসপাতালে কমেছে রোগীর সংখ্যা।