এক সঙ্গে বুড়িগঙ্গা দখল করলো আওয়ামীলীগ ও বিএনপি’র দুই নেতা | BIWTA

0
4
BIWTA

ঢাকার চারপাশে নদী দখলমুক্তে চলমান বিশেষ অভিযানে গুড়িয়ে দেয়া হলো পাশাপাশি দখল করৃ স্থানীয় আওয়ামীলীগ ও বিএনপির দুই শীর্ষ নেতার অবৈধ স্থাপনা।

দুপুরে বুড়িগঙ্গার কদমতলী পাড়ে এ উচ্ছ্বেদ অভিযান চালায় বিআইডব্লিওটিএ। এ সময় দখলদার ও বিআইডব্লিওটিএ উভয়ই জানায় বুড়িগঙ্গার পারনো সীমানা পিলার ও ওয়াকওয়ে ত্রুটিপূর্ণ হওয়ায় নদী স্থায়ীভাবে দখলমুক্ত হচ্ছে না।

বুড়িগঙ্গার কদমতলী পাড়ে নদীর জায়গা দখল করে পাশাপাশি বিশাল অট্টালিকা গড়েছেন শ্যামপুর কদমতলীর সাবেক বিএনপির এমপি সালাউদ্দিন আহমেদ ও কদমতলীর থানা আওয়ামীলীগ এর বর্তমান সহ-সভাপতি তাজুল ইসলাম তাজু।
তাজুল ইসলামের বাড়িতে দেখা যায় বাড়ির ভেতরেই নদীর সীমানা পিলার।

তবে সেসবের তোয়াক্কা না করে বছরের পর বছর ধরে তারা দখল করে রেখেছেন নদীর জায়গা।

মঙ্গলবার দুপুরে সেখানে দুই নেতার বাড়ির অবৈধ অংশ গুড়িয়ে দেয় বিআইডব্লিওটিএ।
উচ্ছ্বেদে বাধা দেয়ার চেষ্ঠা করলে একজনকে আটক করে সংস্থাটি।

ওই এলাকায় ২০১৪ সালে করা ওয়াকওয়ে পুরোপুরি নদীর ভিতরে নির্মাম হওয়ায় এসব দখলদাররা অবৈধ ভাবে নদী দখল করার সুযোগ পেয়েছেন। যা স্বীকার করছেন তারাও।

ত্রুটিপূর্ণ ওয়াকওয়ে ও সীমানা পিলার গুলো স্থায়ী ভাবে বসানো প্রয়োজন বলে জানায় স্বয়ং বিআইডব্লিওটিএ। আর দখলদারদের রাজনৈতিক পরিচয় তাদের কাছে মুখ্য নয় বলেও জানায় তারা।

এছাড়া সকালে বুড়িগঙ্গার শ্যামপুর পাড়ে বিভিন্ন বাহিনীর নাম ব্যবহার করে দখলে রাখা প্রায় বিশ বিগা জমি সীমানা প্রাচীর উচ্ছ্বেদ করে দখলমুক্ত করে বিআইডব্লিওটিএ।


আরো পোস্টঃ ছোট দুর্নীতিবাজদের নিয়েই অনেক বেশি আগ্রহী দুদক ; টিআইবি


Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari


@Tag= BIWTA  |  BIWTA