পবিত্র শবে বরাতের রাতেও দখলকৃত পশ্চিম তীরে তাণ্ডব চালালো ইসরায়েলি সেনাবহর। মঙ্গলবারের অভিযানে নিহত হন কমপক্ষে ৬ ফিলিস্তিনি, আরও ১১ জন গুরুতর আহত। এসব তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। আল জাজিরার খবর।
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আহতদের মধ্যে দু’জনের অবস্থা সংকটাপন্ন। প্রত্যক্ষদর্শীরা জানান, জেনিন এলাকার শরণার্থী শিবিরে রকেট ছুঁড়ে একটি বাড়ি ধ্বংস করেছে ইহুদি সেনাদল। শুধু তাই নয়, হেলিকপ্টার এবং ভারী সাঁজোয়া যান নিয়ে লোকালয়ে সাঁড়াশি অভিযান চালায় তারা।
প্রাথমিক তথ্য অনুসারে, গেলো সপ্তাহে দুই ইসরায়েলি ভাইকে হত্যাকারীর সন্ধানেই ছিল অভিযান। সন্ধ্যায় নাবলুসের আরেকটি আশ্রয় ক্যাম্পে তাণ্ডব চালায় ইসরায়েলি সেনাবহর। সেখান থেকে ৩ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। চলতি বছরের প্রথম দু’মাসেই ইসরায়েলি সেনাবহরের অভিযান এবং দখলদার ইহুদি হামলায় প্রাণ গেছে ৭৫ ফিলিস্তিনির।
আরও পড়ুন: পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসন, গুড়িয়ে দেয়া হলো ৩ অ্যাপার্টমেন্ট
/এম ই