পাংশায় শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন

0
4


রাজবাড়ী প্রতি‌নি‌ধি :

রাজবাড়ীর পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) মো. মিজানুর রহমান মুকু হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী‌দের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) দুপুরে পাংশা মডেল থানার সামনের সড়‌কে পাংশা ও কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা হত্যাকারী‌দের দ্রুত শনাক্ত ও গ্রেফতার করে দৃষ্টান্তমূ‌লক শাস্তির দাবি জানান। তারা এ হত‌্যাকা‌ণ্ডের প্রতিবাদ জানান। মানববন্ধ‌নে পাংশা ও কালুখালী উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।

এদি‌কে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। ত‌বে পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ব‌লে জানা গেছে।

উল্লেখ্য, গতকাল (৩০ এপ্রিল) রোববার রাত সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর হোসেনডাঙ্গা বাজারের অদূরে বশা কু‌ষ্টিয়া এলাকায় নিজ বাড়ি ফেরার প‌থে দুর্বৃত্ত‌দের গুলিতে নিহত হন স্কুল শিক্ষক মিজানুর রহমান মুকু। হো‌সেনডাঙ্গা বাজা‌রে তার এক‌টি সা‌রের দোকান রয়েছে। তিনি ওই এলাকার মৃত ইব্রা‌হিম মন্ড‌লের ছে‌লে।

ইউএইচ/