প্রতি মুহূর্তে দেশকে শোষণ করছে আওয়ামী লীগ: ফখরুল

0
2


ঠাকুরগাঁও প্রতিনিধি:

আওয়ামী লীগ প্রতি মুহূর্তে দেশকে শোষণ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, উন্নতির কথা বলে দুনীতি করে আওয়ামী লীগ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। দেশ এখন ক্রান্তিলগ্নের মধ্যে রয়েছে। আগামী দিনে আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করতে না পারলে জাতির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে নিজ জেলা ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি সাধারণ পাঠাগার চত্বরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর ও রাজশাহী বিভাগের ব্যবস্থাপনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, মানুষকে শোষণের মধ্য দিয়ে এই সরকার পরিকল্পিতভাবে দেশকে নতজানু ও ব্যর্থ রাষ্ট্রে করতে চায়। সরকারকে পদত্যাগ করে তত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানান তিনি।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমানসহ সভাপতি আল মামুন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফসহ কেন্দ্রীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

এটিএম/