নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামের কৃষক নাজমুল মোল্যার পাকা ধান পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা। সোমবার (১ এপ্রিল) ভোররাতে জমিতে কেটে রাখা ধান আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।
এর তিন দিন আগেও ইমরান নামে আরও একজন বর্গা চাষির পাকা ধান পুড়িয়ে দেয়া হয়। এতে ওই এলাকার কৃষকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, দরিদ্র কৃষক নাজমুল মোল্যা ৩৯ শতক জমির ধান কেটে জমিতে স্তূপ করে রেখে আসে। আজ ভোরে এসব ধান বাড়িতে আনার উদ্দেশে গিয়ে দেখতে পান সব ধান পুড়িয়ে দেয়া হয়েছে। তবে কী কারণে কে বা কারা পুড়িয়েছে তা বলতে পারেননি তিনি।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
অপরদিকে গত বৃহস্পতিবার একই গ্রামের হতদরিদ্র বর্গা চাষি ইমরান হোসেনের ১৫ শতক জমির কাটা ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতিকারীরা। এসব ঘটনার পর থেকে ওই এলাকার কৃষকরা আতঙ্কে রয়েছেন।
নড়াইল সদর থানার ওসি ওবায়দুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।
ইউএইচ/