সিরাজগঞ্জে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সোমবার (১ মে) বিকেলে রায়গঞ্জ উপজেলার ঘুরকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রংপুর থেকে ঢাকা রোগীবাহী অ্যাম্বুলেন্সটি ঘুরকা ব্রিজ এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও রোগীর স্বজনসহ ড্রাইভার নিহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের অপর দুই স্বজনকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় বাসটিকে জব্দ করা গেলেও পালিয়ে গেছে ড্রাইভার ও হেলপার।
/এসএইচ