সিরাজগঞ্জে বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সোমবার (১ মে) বিকেলে রায়গঞ্জ উপজেলার ঘুরকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
যমুনা টেলিভিশনের সবশেষ আপডেট পেতে Google News ফিড Follow করুন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রংপুর থেকে ঢাকা রোগীবাহী অ্যাম্বুলেন্সটি ঘুরকা ব্রিজ এলাকায় পৌঁছালে বগুড়াগামী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও রোগীর স্বজনসহ ড্রাইভার নিহত হন। গুরুতর আহত অবস্থায় তাদের অপর দুই স্বজনকে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এ ঘটনায় বাসটিকে জব্দ করা গেলেও পালিয়ে গেছে ড্রাইভার ও হেলপার।
/এসএইচ