৩৭ বছরের মধ্যে মক্কায় তাপমাত্রার রেকর্ড

0
6


ছবি: সংগৃহীত

গত ৩৭ বছরের মধ্যে মক্কায় তাপমাত্রায় রেকর্ড গড়েছে। সোমবার (১ মে) সৌদির কেন্দ্রীয় আবহাওয়া দফতর ন্যাশনাল সেন্টার অব মেটেওরোলজি’র (এনসিএম) এই তথ্য জানায়। খবর গালফ নিউজ‘র।

প্রতিবেদনে বলা হয়, গত ৩৭ বছরে সবচেয়ে বেশিদিন তাপপ্রবাহ সহ্য করেছেন মক্কার মানুষজন। মোট ১৮১ দিন মক্কার তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এ তালিকায় মক্কার পরেই আছে যথাক্রমে আল আহসা (১৬৭ দিন), আল কাইসুমা (৫৯ দিন) এবং দাম্মাম (৫৪ দিন)।

১৯৮৫-২০২২ সাল, এই ৩৭ বছর সময়সীমার মধ্যে দেশের জলবায়ুগত পরিস্থিতি সম্পর্কিত একটি প্রতিবেদন প্রকাশ করেছে এনসিএম। সেই প্রতিবেদনে গত ৩৭ বছরে সৌদির বিভিন্ন অঞ্চলের তাপপ্রবাহ, ধূলিঝড়, বজ্র-বিদ্যুৎসহ বর্ষণের মতো আবহাওয়াগত পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

এনসিএমের প্রতিবেদন অনুযায়ী, গত ৩৭ বছরে সৌদিতে সবচেয়ে উষ্ণতম মাস ছিল ২০০৯ সালের মে মাস। ওই মাসে দেশটির সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৫১ ডিগ্রি সেলসিয়াস।

/এনএএস