জনতা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পেলেন মো. আব্দুল জব্বার। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) তাকে এ পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আব্দুল জব্বার গত ২৩ নভেম্বর থেকে কৃষি ব্যাংকের এমডি হিসেবে দায়িত্বে রয়েছেন।
জনতা ব্যাংকের বর্তমান এমডি আব্দুছ ছালাম আজাদের স্থলাভিষিক্ত হচ্ছেন আব্দুল জব্বার। আব্দুছ ছালাম আজাদ ২০১৭ সাল থেকে ব্যাংকটির এমডির দায়িত্বে আছেন। আগামী ২৯ এপ্রিল তার মেয়াদ শেষ হচ্ছে।
আব্দুল জব্বার ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। বিশেষায়িত কৃষি ব্যাংকের এমডি হওয়ার আগে তিনি জনতা ব্যাংকের ডিএমডি ছিলেন।
এটিএম/