সাকিব আল হাসান ও লিটন দাসকে দলে রেখে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য সেরা ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। বাংলাদেশ স্কোয়াডে এসেছে কয়েকটি পরিবর্তন।
দল থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, নুরুল হাসান সোহান, ইয়াসির আলী, রেজাউর রাহমানরা। ইনজুরিতে নেই অভিষেকে সেঞ্চুরি করা জাকির হাসান। অন্যদিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন তামিম ইকবাল। টেস্ট স্কোয়াডে আবারও ডাক পেয়েছেন শাদমান ইসলাম।
আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর একমাত্র টেস্টের জন্য শনিবার (১ এপ্রিল) ঘোষণা করা হয়েছে বাংলাদেশের স্কোয়াড। আইপিএল খেলতে যাওয়া নিয়ে সাকিব আল হাসান ও লিটন দাসের অন্তর্ভুক্তি নিয়ে জল্পনা-কল্পনা থাকলেও দু’জনই আছেন স্কোয়াডে।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, শাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন, শরিফুল ইসলাম, মাহমুদুল হাসান জয়।
আরও পড়ুন: আইপিএল খেলতে চার্টার্ড প্লেনে ভারত গেলেন মোস্তাফিজ
/এম ই