সৌদি আরব সফরের জন্য প্রেসিডেন্ট ইব্রাহিম রঈসিকে আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ্ সালমান। রোববার (১৯ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহি জানান, খুব শিগগিরই দু’দেশের মধ্যে হবে শীর্ষ পর্যায়ের সংলাপ। বৈঠকের জন্য তিনটি শহরের নাম প্রস্তাব করা হয়েছে, এমনটাও নিশ্চিত করেন তিনি। অবশ্য ভেন্যুগুলোর নাম প্রকাশ করেননি। রিয়াদের তরফ থেকে এখনও নিশ্চিত করা হয়নি আমন্ত্রণের বিষয়টি।
চলতি মাসেই চীনের মধ্যস্থতায় কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয় চিরবৈরী দু’দেশ। আগামী দু’মাসের মধ্যে পুনরায় দূতাবাস খোলার ব্যাপারে রাজি হয়েছে দেশগুলো। শিগগিরই বাণিজ্য ও নিরাপত্তা জোরদার হবে, এসেছে এমন নিশ্চয়তা।
২০১৬ সালে তেহরানের দূতাবাসে বিক্ষোভকারীরা হামলা চালালে; ইরানের সাথে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।
এটিএম/