চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি

0
2


চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুর ৩টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪১ ডিগ্রি সেলসিয়াস।

উচ্চ তাপমাত্রার কারণে এ অঞ্চলে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। এর ফলে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। প্রয়োজনীয় কাজ ছাড়া কেউ ঘর থেকে বাইরে বের হচ্ছে না।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, টানা ১২ দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করছে চুয়াডাঙ্গায়। আজও সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বোচ্চ তামপাত্রা।

আগামী কয়েকদিন এমন পরিস্থিতি বিরাজ করবে বলেও জানান জামিনুর রহমান। একইসাথে তাপমাত্রা আরও বাড়তে পারে। আজ বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১৫ শতাংশ।

এসআই/এসজেড/