খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগে পাকিস্তানে বন্ধ করে দেয়া হয়েছে সংসদ ভবনের দুইটি ক্যাফেটেরিয়া। সংসদ সদস্যরা খাবারে তেলাপোকা পাওয়ার অভিযোগের পর এ উদ্যোগ নেয় ইসলামাবাদ প্রশাসন।
পাকিস্তানের সামা টেলিভিশনের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (৩০ জুলাই) অভিযোগ পাওয়ার পর ইসলামাবাদ প্রশাসন সংসদ ভনের দুইটি ক্যাফেটেরিয়ায় অভিযান পরিচালনা করে এবং তা বন্ধ করে দেয়। অভিযান চলাকালীন সময় খাবার পরিবেশনের জায়গায় কীটপতঙ্গ এবং রান্নাঘরের অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পায় ইসলামাবাদ প্রশাসন।
এর আগে বেশ কয়েকজন সংসদ সদস্য অভিযোগ করেন, ক্যাফেটেরিয়ায় অস্বাস্থ্যকর খাবারের কারণে তারা সেখানে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছেন।
পাকিস্তান সংসদের ক্যাফেটেরিয়া নিয়ে এমন অভিযোগ নতুন নয়। এর আগে ২০১৪ সালে সেখানে টমেটো সসে তেলাপোকা পাওয়ার অভিযোগ রয়েছে। এছাড়াও ২০১৯ সালে দেশটির আইনপ্রণেতারা ক্যাফেটেরিয়ার অস্বাস্থ্যকর খাবারের প্রতিবাদ জানিয়েছিলেন।
/এটিএম