মুসলিম বিশ্বজুড়ে পুরোদমে চলছে রমজানের প্রস্তুতি। আতর, তসবিহ, সেহরি ও ইফতারের সামগ্রীসহ নানা পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। ভিড় বেড়েছে নিত্যপণ্যের দোকানগুলোয়। যদিও বৈশ্বিক অর্থনৈতিক সংকটে কিছুটা বিপাকে ইন্দোনেশিয়া, লেবাননসহ কয়েকটি দেশের মুসল্লিরা। খবর রয়টার্সের।
দরজায় কড়া নাড়ছে মাহে রমজান। পবিত্র মাসে সিয়াম সাধনার জন্য প্রস্তুত, মুসলিম বিশ্ব। দেশে দেশে চলছে ধর্মপ্রাণ মুসল্লিদের শেষ মুহূর্তের প্রস্তুতি।
জেরুজালেমে বিরোধপূর্ণ আল আকসা প্রাঙ্গণে রমজানে থাকে উপচে পড়া ভিড়। মুসল্লিদের সেই ঢল সামলাতে, মুসলিম বিশ্বের কাছে তাৎপর্যপূর্ণ এই মসজিদ প্রাঙ্গণ প্রস্তুতে ব্যস্ত সময় পার করছেন স্বেচ্ছাসেবীরা।
রোজা উপলক্ষে নানা রঙের আলোতে সেজেছে পূর্ব জেরুজালেম। যদিও লাগাতার ইহুদি আগ্রাসনে রোজার সময়ও ফিলিস্তিনিদের উদ্বেগ-উৎকণ্ঠা থেকেই যাচ্ছে।
গোটা মুসলিম বিশ্বেই সেহরি ও ইফতারের বিশেষ খাবার আর ধর্মীয় নানা সরঞ্জামে ভরে গেছে দোকানপাট। যদিও বিশ্বজুড়ে অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই এবারের রমজান। নিত্যপণ্যের আকাশছোঁয়া দামে বিপাকে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম অধ্যুষিত ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের বাসিন্দারা।
ভুক্তভোগী একজন বলেন, আগে একসাথে দুই-তিনদিনের খাবার কিনতাম। তবে এখন মাত্র একদিনেরই কিনতে পারছি। প্রতিটি খাবারের দামই অন্তত তিনগুণ বেড়েছে। আশা করছি সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।
আরেকজন বলেন, আল্লাহ আমাদের নেতাদের সঠিক পথ দেখাক এই কামনা করি, যাতে পরিস্থিতির উন্নতি হয়। সরকারি কর্মকর্তাদের কারণে বর্তমানে চরম দুরবস্থায় আছে সাধারণ মানুষ।
গত কয়েক বছরের মতো এবারও চরম অর্থনৈতিক সংকট নিয়ে রমজান শুরু করবে লেবাননবাসী। দেশটিতে প্রতিদিনই ডলারের বিপরীতে কমছে স্থানীয় মুদ্রার দাম। তবুও সাধ্যের মধ্যে প্রয়োজনীয় কেনাকাটা সারছেন সাধারণ মানুষ।
কেনাকাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, মালয়েশিয়াসহ অন্যান্য মুসলিম দেশগুলোর মানুষও। পশ্চিমা দেশগুলোর মুসলিম বাসিন্দারাও নিচ্ছেন প্রস্তুতি। অনেক দেশে অবশ্য পবিত্র এ মাসে কমেছে নিত্যপণ্যের দাম।
এটিএম/